নবীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সেভরন বাংলাদেশের মিডিয়া কর্মকর্তা বদরুদ্দোজা বদর। বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ প্রেসক্লাব কার্য্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভপতি সাইফুল জাহান চৌধুরী‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বর্তমান সহ-সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, ক্রীড়া সম্পাদক এটিএম জাকিাংল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ সেলিম মিয়া তালুকদার, আকিকুর রহমান সেলিম, কালিপদ ভট্রাচার্য্য, সদস্য নিয়ামুল করিম অপু প্রমুখ। সভায় শেভরন এবং নবীগঞ্জ প্রেসক্লাবের পারস্পরিক সহযোগিতাপূর্ন সম্পর্ক ভবিষ্যতে অব্যাহত রাখা,শেভরন কর্তৃক স্থানীয় উন্নয়নের পাশাপশি উপজেলা ভিত্তিক শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবন মান উন্নয়নে প্রশিক্ষন প্রাপ্ত করা,ক্লাবে কম্পিউটার প্রদানসহ সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যবস্থ্য করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply