1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভারতের বেঙ্গালুরুতে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের বৈঠক শেষে সাধারণত যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তবে এবার তেমনটা হয়নি। কারণ যৌথ বিবৃতিতে অধিকাংশ দেশই ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার পক্ষে রায় দেয়। তবে রাশিয়া ও চীন-এর বিরোধিতা করে। এই জেরেই অর্থমন্ত্রীদের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি।

এদিকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকের সভাপতিত্ব করা দেশ ভারত এক বিবৃতিতে সেগুলো জানিয়েছে। ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন, বৈঠকের যৌথ বিবৃতিতে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি জায়গা পেয়েছিল। বিষয়টি নিয়ে আপত্তি ছিল চীন ও রাশিয়ার।
তিনি বলেন, চীন ও রাশিয়া চায়নি যে যৌথ বিবৃতিতে বিষয়টি থাকুক। তাদের বক্তব্য ছিল, অর্থমন্ত্রীদের কাজ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা। বিশ্ব রাজনীতির মধ্যে না ঢোকাই উচিত।

ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের সচিব অজয় শেঠ এ বিষয়ে বলেন, শুধুমাত্র যুদ্ধ শব্দটি বাদ দিতে বলা হয়নি। রাশিয়া ও চীনের পক্ষ থেকে পুরো বিষয়টি সরাতে বলা হয়েছিল। এদিকে বাকি ১৮টি দেশেরই মনে হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে।

জি-২০’র সভাপতি হিসেবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ সদস্যই ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে। প্রায় সব সদস্যই জোর দিয়ে বলেছেন যে এ যুদ্ধের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে এ যুদ্ধ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com