জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলওয়ে গেটের অদূরে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার লাবু মিয়া (২০) ঝিনাইদহ সদর উপজেলার আদগোপালপুর গ্রামের আলম খন্দকারের ছেলে। দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, ভোরে ট্রেন যাওয়ার সময় গেট বন্ধ ছিল। এ সময় দাঁড়ানো ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৪০৪৫) সঙ্গে পেছনের ট্রাকটির (ঝিনাইদহ ট-১১-১০৭১) সংঘর্ষ হয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply