জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে খোজারপাড়া গ্রামের নববধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। হত্যার পর সে রক্তমাখা দা হাতে স্ত্রীর লাশের পাশে বসে থাকেন। পরে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোজারপাড়া গ্রামের মুজেফর আলীর ছেলে জুলফিকার (২২) প্রায় ৩ মাস পূর্বে হালিমা বেগমকে (২০) বিয়ে করেন। কিন্তু আজ সকালে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর সে রক্তমাখা দা হাতে স্ত্রীর লাশের পাশে বসে থাকেন।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ এসে হত্যাকারী জুলফিকারকে রক্তমাখা দা’সহ আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply