জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডনবাস অঞ্চলের সোলেদারে শক্তিশালী হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিতে ওয়াগনার গ্রুপের সেনার মুহুর্মুহু হামলা প্রতিহত করতে হচ্ছে ইউক্রেনীয় বাহিনীকে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, অঞ্চলটিতে দুই বাহিনীর মধ্যে তুমুল লড়াই অব্যাহত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সোলেদারে তেমন কোনো আর দেয়াল দাঁড়িয়ে নেই। এরপরও অঞ্চটিতে ইউক্রেনে বাহিনী শক্ত প্রতিরোধ করছে।
এ ছাড়া ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সোলেদারে নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের দাবি করেছে দেশটি
পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, ওয়াগনার হচ্ছে রাশিয়ার সমর্থনে তৈরি ভাড়াটে সৈন্যদের একটি বাহিনী, যারা ক্রেমলিনের স্বার্থে কাজ করে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩২১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।