স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জগন্নাথপুরের কৃতিসন্তান পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ(পিজিসিবি) এর পরিচালক জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সরকারী সফরে জাপান যাচ্ছেন আজ। তিন জনের একটি প্রতিনিধি দলের প্রধান হিসেবে বাংলাদেশের গ্রীড সাব ষ্টেশন আন্ডার সাপ্লাই কাজের উন্নয়ন পর্যবেক্ষনের জন্য জাপান যাচ্ছেন তিনি। আজ সন্ধ্যার একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি প্রতিনিধিদল নিয়ে ঢাকা ত্যাগ করবেন । সেখানে তিনি গ্রীড সাব ষ্টেশন উন্নয়নের লক্ষ্যে নাগয়া এবং টোকিও-তে বেশ কয়েকটি সভায় অংশ গ্রহণ করবেন। তিনি আগামী ৬ ফেব্রুয়ারী জাপান সফর শেষে বাংলাদেশে ফিরবেন তিনি।
Leave a Reply