স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সপ্তম এসোসিয়েশন টি টুয়েন্টি টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, বিশিষ্ট ক্রিড়া ও শিক্ষানুরাগী আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খান উপস্থিত থাকবেন। ফাইনাল খেলায় প্রজন্ম ক্রিকেট ক্লব বনগাঁও বনাম মোহামেডাম ক্রিকেট ক্লাব রতিয়ারপাড়ার অংশ নিবে। জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমন ও সাধারন সম্পাদক আবু হেনা রণি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, তীব্র প্রতিযোগীতার মাধ্যমে প্রতিটি অংশ গ্রহণকারী দল এবার নিজেদের অবস্থান জানান দেয়ার মাধ্যমে সপ্তম এসোসিয়েশন টি টুয়েন্টি টুর্ণামেন্টকে প্রাণবন্ত করে তুলে। আজ ফাইনাল ম্যাচের পর ম্যান অব দ্যা ম্যাচ সহ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর থেকে সপ্তম টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এবং এবার ১৩টি দল অংশ নেয়।
Leave a Reply