1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মধ্যবর্তী নির্বাচনের ফলে পিছিয়ে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

মধ্যবর্তী নির্বাচনের ফলে পিছিয়ে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। ভোট শেষ, এখন চলছে গণনা। এর মধ্যে কয়েকটি আসনের ফলও চলে এসেছে। আর এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলে এখন পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ১১০ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছেন ৩৪ আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছেন ৭৬ আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮ আসনে জয় পেতে হবে।
অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০ আসনের মধ্যে কমপক্ষে ৫১ আসনে জয় পেতে হবে। সিএনএনের দেওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ডেমোক্র্যাটসরা সিনেটের ৩৬ আসন এবং রিপাবলিকানরা সমান ৩৬ আসন পেয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথানুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন। সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন ও সিনেটের ৩৫ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com