1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যেকারণে শিরোপা জিততে চায় পাকিস্তান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

যেকারণে শিরোপা জিততে চায় পাকিস্তান

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। কয়েক সপ্তাহ টানা বৃষ্টিতে দেশটির এক তৃতীয়াংশ ডুবে গেছে। প্রাণহানি ঘটেছে প্রায় দেড় হাজার। প্রলয়ঙ্কারী এ বন্যার কারণে দেশটির লাখো মানুষ উঁচু সড়কের পাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে। কেউ বা মাথা গুঁজেছে পরিত্যক্ত কোনো ভবনে। ঘরবাড়ি ছেড়ে কিছু মানুষের ঠাঁই হয়েছে আশ্রয় শিবিরে। দুঃসময়ে মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানিদের ঠোঁটে হাসি ফোটাতেই এশিয়া কাপ জিততে চান শাদাব খানরা।

পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব বলেন, ‘নজিরবিহীন আবহওয়া পরিস্থিতির জেরে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। জলবায়ুসৃষ্ট এই বিপর্যয়ের সময় আমরা প্রিয় মাতৃভূমি থেকে দূরে, যা আরো বেদনাদায়ক। বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য টুর্নামেন্টটি আমরা জিততে চাই।’

শিরোপার স্বপ্ন দেখা পাকিস্তানের শুরুটা হয়েছিল হার দিয়ে। গ্রপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরে যায় বাবর আজমের দল।

এরপরই দাপুটে প্রত্যাবর্তন করে পাকিস্তান। হংকংকে হারিয়ে সুপার ফোরে পৌঁছে তারা। এরপর ভারত এবং আফগানিস্তানকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে।

শাদাব জানান শুরুটা বাজে হলেও আত্মবিশ্বাসী ছিলেন তারা, ‘প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পরও আমরা আত্মবিশ্বাসী ছিলাম। তারপর আমরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছি। হংকংয়ের বিপক্ষে খুবই ভালো খেলেছিল রিজওয়ান (৭৮* রান)। এরপর অসাধারণ বোলিং আমাদের আরও আত্মপ্রত্যয়ী করে তোলে।’

শাদাব বলেন, ‘সুপার ফোরে ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করেছে নওয়াজ (১ উইকেট ও ২০ বলে ৪২ রান)। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার যদিও আমি পেয়েছি, কিন্তু নাসিম শাহ’র সেই দুটি ছয় আজীবন মনে থাকবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে চাপমুক্ত ক্রিকেট খেলতে চান শাদাবরা, ‘আমরা ভালো দল। কিন্তু চ্যাম্পিয়ন দল চাপ ভালোভাবে সামাল দিতে পারে এবং দরকারি মুহূর্তগুলো জিতে ম্যাচ নিজের দিকে নিয়ে যেতে পারে। আর ফাইনালে এটিই আমাদের লক্ষ্য।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com