স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ই আগষ্টের সকল শহীদদের স্মরণে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ রোববার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদ এর নেতৃত্বে বিশাল শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকাবহ ১৫ই আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসনাত হোসাইন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, সহ-সভাপতি মিটন দেব, সহ-সভাপতি রাজ শেখর বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, সাংগঠনিক সম্পাদক নিজাম রনি, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক অসীম দেব, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মারজুম আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা চঞ্চল রশীদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জগন্নাথ দাশ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগ প্রমূখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজ মোহাম্মদ আলী, গীতা পাঠ করেন জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমন দেবনাথ।
সভায় বক্তারা শোকাবহ ১৫ই আগষ্টের গুরুত্ব তুলে ধরেন এবং ঘৃণ্য জগণ্যতম বর্বোরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব খান রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানিউর রহমান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সুলতান, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, ফারজান রেজাসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজত পরিচালনা করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজ মোহাম্মদ আলী।