লন্ডন অফিস :
যুক্তরাজ্যে মেইনস্টিমে মিডিয়ায় বিশেষ অবদানে “বেস্ট বাইলেন্গুয়েল নিউজ পেপার অব দ্যা ইয়ার “ প্রেস্টিজ এ্যাওয়ার্ড ২০২২ লাভ করেছে বাংলা সংলাপ পত্রিকা।
রবিবার (১৪ আগস্ট ২০২২) বিকেলে ইংল্যান্ডের সারের গিলফোডের গসহিল হোটেলের গার্ডেন স্যুটে লন্ডন এন্ড সাউথ ইস্ট ইংল্যান্ডের প্রেস্টিজ এ্যাওয়ার্ড কমিটির
এক ঝাঁকপূর্ণ অনুষ্ঠানে বাংলা সংলাপের সম্পাদক মোঃ মোশাহিদ আলী ও বাংলা সংলাপ পরিবারের সদস্যরা এই এ্যাওয়ার্ড গ্রহণ করেন।
বাংলা সংলাপের সম্পাদকের হাতে এ্যাওয়ার্ড কমিটির অর্গানাইজার মিস্টার ডানিয়েল, মিঃ এন্ডু্ ওয়েলস ও মিস লরেন হিল আনুষ্ঠানিকভাবে এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
যুক্তরাজ্যের মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় এ্যাওয়ার্ড গ্রহণে উপস্থিত ছিলেন বাংলা সংলাপ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ডক্টর আনিসুর রহমান আনিস, বাংলা সংলাপের ব্যবস্থাপনা পরিচালক আনসার মিয়া, সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান ও চেয়ার অব বাংলা সংলাপ রিডার্স ফোরাম ইন দ্যা ইউকে সুফি সুহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য করোনাকালিন সময়ে বিভিন্ন জনসচেতনতা মূলক সংবাদ প্রকাশের মাধ্যমে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলা সংলাপ বেস্ট বাইলেনেগু নিউজ পেপার অব দ্যা ইয়ার হিসেবে লন্ডন এন্ড সাউথ ইস্ট ইংল্যান্ড প্রেস্টিজ এ্যাওয়ার্ড ২০২২ লাভ করেন।