1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দোকানে আড্ডা দেওয়ার সময় বজ্রাঘাত, যুবকের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

দোকানে আড্ডা দেওয়ার সময় বজ্রাঘাত, যুবকের মৃত্যু

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতে আশিক আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার করমদোসী গ্রামে এ ঘটনা ঘটে। আশিক আলী একই গ্রামের শিহাব উদ্দিনের ছেলে।

আশিক পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে চায়ের দোকানে আশিক, তার বাবা সিহাব উদ্দিনসহ ১০-১২ জন বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বৃষ্টি ও ঝড় শুরু হয়। কিছুক্ষণ পরে দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আশিক ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে পাঁচজনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com