স্টাফ রিপোর্টার:: বার্মিংহামের বাংলাদেশী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বিশিষ্ট জারী সংগীত শিল্পি ক্বারি আমির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশী তরুনদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশী ট্রাষ্ট ইউকে‘র উদ্যোগে মিডল্যান্ডসের বিপুল সংখ্যক সঙ্গীত পিপাসু মানুষ ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১০ জানুয়ারী বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ক্বারি আমির উদ্দিন তাঁর ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে বেশ ক‘টি সঙ্গীত পরিবেশন করে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। আনুষ্ঠানের আয়োজক ব্রিটিশ বাংলাদেশী ট্রাষ্ট ইউকে‘র চেয়ারম্যান জুবের আলমের স্বাগত বক্তব্যের পর সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল ইসলাম ও আশিক মিয়া। এসময় তারা বাংলাদেশের হারিয়ে যাওয়া সংস্কৃতির বিকাশে বিশিষ্ট জারী সংগীত শিল্পি ক্বারি আমির উদ্দিনের মতো সঙ্গীত শিল্পিদের মূল্যায়ন করার জন্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সকলের প্রতি আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেবুল,হাসি রাণী,খালিক মল্লিকসহ বৃটেনের স্বনামধন্য বিভিন্ন শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply