স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে আরজু মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। জগন্নাথপুর থানা পুলিশ শুক্রবার ঘটনাস্থল পরির্দশন করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের আরজু মিয়া বাড়ির গোয়াল ঘরে গভীর রাতে আগুন লাগে। এলাকাবাসী আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালান। ততক্ষনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এবং ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকান্ডে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানিয়েছেন । তবে আগুনের সুত্রপাতের কারন জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস,আই অনির্বান ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে’ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। প্রাথমিকভাবে ধারনা করছি এটি নাশকতামুলক হতে পারে।
Leave a Reply