স্টাফ রিপোর্টার:জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য,পুষ্টি, এইচআইভি ও জেন্ডার বিষয়ে নির্বাচিত প্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণে অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাকিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চীফ রিসার্স অফিসার মোঃ ফখরুল আলম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মশাহিদ,মুক্তিযোদ্ধা আব্দুল হক, রসরাজ বৈদ্য, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সমাজকর্মী ফখরুল হোসেন, এনামুল হক এনাম, এনজিওকর্মী লায়লা বেগম প্রমুখ।
Leave a Reply