স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সভা মঙ্গলবার উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, আল বশিরুল ইসলাম, উপজেলা রিসোর্সসেন্টারের পরিচালক হারুন রশীদ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়। সভায় উপজেলার ১৬০জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় মীরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮টি জিপিএ-৫ পাওয়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply