1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুক্তরাজ‍্যে বসবাসরত সৈয়দপুর যুবপরিষদ সিলেটের সাবেক সদস‍্যদের ঈদপুনর্মিলনী অনুষ্টিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

যুক্তরাজ‍্যে বসবাসরত সৈয়দপুর যুবপরিষদ সিলেটের সাবেক সদস‍্যদের ঈদপুনর্মিলনী অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৬৫ Time View

আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য থেকে :
গতকাল ৪ঠা মে বুধবার সৈয়দপুর ইয়থ অরগেনাইজেশন ফর ডেভেলপমেন্ট (SYOD)এর উদ‍্যোগে যুক্তরাজ‍্যে বসবাসরত সৈয়দপুর যুবপরিষদ সিলেটের সাবেক সদস‍্যদের এক মিলনমেলা অনুষ্টিত হয় বার্মিংহামের স্থানীয় একটি অভিজাত হলরোমে।
সংগঠনের ফাউন্ডার মেম্বার সৈয়দ শরীফ আহমেদ ও মোঃ সাব্বির আহমের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনায় সভাপতিত্ব করেন SYOD এর সি.ই.ও শাহ আজম কোরেশী এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন সৈয়দ উজায়ের আহমদ।
আলোচনা সভার শুরুতেই স্বাগত ব্ক্তব‍্য রাখেন সৈয়দপুর যুবপরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী প্রভাষক সাজিদুর রহমান।
শুভাকাঙ্খীদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ সৈয়দ কফিল আহমেদ,কাউন্সিলর সাজু মিয়া,সৈয়দ মারুফ আলী,মোহাম্মদ ময়নুল হক,সৈয়দ আকতার হোসেন কিবরিয়া,মজনু সাবের,সুহেল আহমেদ,শেখ রেজওয়ানুর রহমান,মোহাম্মদ সাইদুর রহমান,অলি আহমদ রুনু,মোহাম্মদ ফাজাক্কির ,সৈয়দ হুমায়ুন রশীদ,মির্জা রায়হান প্রমুখ।
অনুষ্টানের এক পর্যায়ে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন সৈয়দ নায়েব আহমেদ।
সৈয়দপুর যুবপরিষদ সিলেটের প্রতিষ্ঠা হতে এ পর্যন্ত দায়িত্বশীদের প্রজেক্টরের মাধ্যমে পরিচয় পরিচয় পর্ব এবং শুভাকাঙ্খীদের শুভেচ্ছা বার্তা পরিচালনা করেন সৈয়দ রিয়াদ আহমেদ।
সৈয়দপুর যুবপরিষদ সিলেটের সাবেকদের মধ‍্যে আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ মোশাররফ আলী,সৈয়দ শাহেদ ইমরান, সৈয়দ জহিরুল হক লিটন,সৈয়দ আফ্ফান আহমদ,সৈয়দ সায়েদ আহমদ,মল্লিক শাহী মাহমুদ নয়ন,সৈয়দ মাহফুজ আহমেদ,আব্দুল আউয়াল লালা,সৈয়দ জামিল,সৈয়দ জাবের,সৈয়দ মারহানুল হক,শেখ শাহীন হাসান,সৈয়দ মিজান আহমেদ,মোফাস্সিল আহমদ,সৈয়দ মাসুক মিয়া,সৈয়দ মাসুদ,কামরান আহমেদ,আবু তারেক,সৈয়দ সাকাল আবেদীন,সৈয়দ শাকির আহমেদ, সৈয়দ সুহেল সহ আরও অনেক।
অনুষ্ঠানে আগত সকলেই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য সৈয়দপুর ইয়থ অরগেনাইজেশন ফর ডেভেলপমেন্ট এর ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান মেরাজ,তুহেল আহমেদ, সৈয়দ মিসকাত,হোসেন মিয়া ,সৈয়দ সুমন,সৈয়দ ইমরান আহমেদ,মোহাম্মদ জাবের,সৈয়দ জাবের,সৈয়দ জাকির আহমেদ,কাওসার আহমদ,সৈয়দ রাজু মিয়া,আবিদ মল্লিক,সৈয়দ সাবির, সৈয়দ শরীফ,সৈয়দ শাহীর আহমদ,মল্লিক তাহসীন আহমদ,শেখ শাহবাজ আহমেদ শিপু,সৈয়দ কামরান,সৈয়দ সামি প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com