আজিজুর রহমান আজিজ:: চলমান আইনের কারনে বিশ্বরোড়ে সিএনজি চলাচল করতে না পারায় সিএনজি চালকরা র্দীঘদিন ধরে গ্যাসের অভাবে কষ্ট করে জীবিকা নির্বাহ করছেন। এমন কথা চিন্তা করে জগন্নাথপুরের কিছু সমাজসেবী মানুষ ভাসমান গ্যাস পাম্পের মাধ্যমে সংকট নিরসনে উদ্যোগ নেন।তারই ফলশ্রুতিতে মঙ্গলবার দুপুরে জগন্নাথপুরের রানীগঞ্জ রোড়ে বাস-মালিক সমিতির উপদেষ্টা হাজী সফিকুর রহমান লিলুর উদ্যোগে উদ্বোধন হয় ভাসমান গ্যাস পাম্প। ফলে সিএনজি চালকদের গ্যাস সংকট পরোপুরি দূর হবে, এমন আশা ব্যক্ত করে আনন্দ উল্লাস করছেন জগন্নাথপুরের সিএনজি চালকরা। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ইমরান,হাফেজ আবদাল, সিএনজিচালক সেজু মিয়া, জুবেদ প্রমূখ। পরে মোনাজাতের মাধ্যমে সকলের শান্তি কামনা করা হয়।
Leave a Reply