রাকিল হোসেন :
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে এক ব্যাবসায়ীর বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। নগদ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ৩লক্ষাধীক টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল দত্ত ও তার ভাই কানাই দত্ত গুরুত্বর আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্রে জানাযায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার মুরাদপুর গ্রামের ব্যাবসায়ী বাবুল দত্তের বাড়ীতে ১০/১২জনের মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। রাত প্রায় ২টারদিকে বাবুলের বসতঘরের কেচিগেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সকলের হাত পা বেধে বেধরক মারপিঠ করে। ডাকাতদের সাথে দস্তাদস্তির শুরু করলে এক পর্যায়ে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তা বাবুল দত্ত ও তার ছোট ভাই কানাই দত্ত গুরুত্বর আহত হন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply