স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের দু’পক্ষ পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালন করেছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগেদলীয় কার্যালয়ে এক আলোচনাসভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল জব্বার, সুজিত কুমার রায়, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা হীরা মোহন দেব, প্রজেশ গোপ, কাউন্সিলর সফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, নজরুল ইসলাম, ছালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, যুবলীগ নেতা ফারুক মিয়া, ইব্রাহিম মিয়া, বকুল গোপ, সুজিত দে, পাটলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল আহমদ চৌধুরী,উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রুমেন আহমদ,রাশিদ আহমদ, পৌর ছাত্রলীগ নেতা শায়েখ অাহমদ, এস আর দুর্জয় প্রমুখ। অপরদিকে আওয়ামীলীগের বিবাদমান অপর অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশষ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে এক র্যালী বের করে পৌরপয়েন্টে পথসভা করে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন রাশীদের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও পৌর আওয়ামীলীগ সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সাবেক কমিশনার লুৎফুর রহমান, আব্দুল কাদির, আব্দুল মালিক, শফিক অঅহমদ,আলীনুর রশীধ, জহির উদ্দিন, আব্দুল্লাহ মিয়া,আফু মিয়া, ফয়জুল ইসলাম, সাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ছালিক মিয়া, নবনির্বাচিতকাউন্সিলর মুহেল আহমদ, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।
Leave a Reply