1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হামজা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

হামজা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৬৬৮ Time View

স্পোর্টস রিপোর্টার::

৮০-৯০ দশকের কৃতি ফুটবলার জগন্নাথপুরের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী জুবায়ের আহমদ হামজার নামকরণে ‘হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ইড়কছই ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে কাদির এফ.সি (হবিবপুর) চ্যাম্পিয়ন হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও ট্রপি এবং রানার্স আপ দলকে দ্বিতীয় পুরস্কার নগদ ৩০ হাজার টাকা ও ট্রপি প্রদান করেন। পুরস্কার বিতরণী প্রধান অতিথি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক সাবেক কৃতি ফুটবলার জুবায়ের আহমদ হামজা, তাঁর সহধর্মিনী কণ্ঠশিল্পী কল্পনা হামজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, স্থানীয় কাউন্সিলর সুহেল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্বে করে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আদিল। যৌথভাবে পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া ও ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিনুর রহমান ভূঁইয়া।

প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ১৬ মার্চ এই টুর্নামেন্ট শুরু হয়। এতে ৮টি দল অংশ নেয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com