স্টাফ রিপোর্টার::
মহান স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, সমুজ মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, মাসুম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, মু্ক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক মশছদ আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আঙ্গুল মিয়া, আবুল হাসান, শেখ ছদরুল ইসলাম, আইয়ুব খাঁন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বশির আহমদ, জমশেদ আলী, মনু মোহাম্মদ মতছির আলী, আতিকুর রহমান, কদরিছ মিয়া, আব্দুল তাহিদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি ফজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, মহিলা আওয়ামী লীগের সুফিয়া খাঁনম সাথী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগ নেতা জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।