1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে আওয়ামীলীগের সন্মেলনের বিষয়ে কি হবে সিদ্ধান্ত আজ ? - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

জগন্নাথপুরে আওয়ামীলীগের সন্মেলনের বিষয়ে কি হবে সিদ্ধান্ত আজ ?

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৬৪৭ Time View

স্টাফ রিপোর্টার- আগামী ১১ মে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। গত ১৩ মার্চ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষিত তারিখে সন্মেলন অনুষ্ঠিত হবে কীনা এ নিয়ে দলীয় সিদ্ধান্ত নিতে প্রস্তুতিমুলক এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সন্মেলন কে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের দৌঁড় ঝাপ ও প্রচারণা শুরু হয়েছে। সভাপতি পদে যাদের নাম আলোচিত হচ্ছে তাঁরা হলেন বর্তমান সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সফল সভাপতি নুরুল ইসলাম, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,সাবেক চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রাশীদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা আকমল খাঁন সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র এর নাম আলোচিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পেতে জোর লবিং শুরু হয়েছে।
প্রসঙ্গত ২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিত হলেও ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি আকমল হোসেন কে সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি অনুমোদন করে তৎকালীন জেলা আওয়ামী লীগ। আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান,কেন্দ্রীয় নেতাদের ঘোষণা অনুযায়ী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন হবে কীনা এ নিয়ে সংশয় রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়ে গেলে সন্মেলন পিছিয়ে যেতে পারে বলে আলোচনা রয়েছে। দলের একটি অংশ সন্মেলন করার পক্ষে তৎপর থাকলেও আরেক পক্ষ সন্মেলন পেছানোর পক্ষে নানা তৎপরতা চালাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।
( উপজেলা আওয়ামী লীগের সন্মেলন নিয়ে আরও নিউজ আসছে চোখ রাখুন www.Jagannathpur24.com এ)

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com