স্পোর্টস রিপোর্টার::
৮০-৯০ দশকের জনপ্রিয় গোলকিপার জগন্নাথপুরের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী জুবায়ের আহমদ হামজার নামকরণে ‘হামজা কাপ ফুটবল টুর্নামেন্ট” শুরু হয়েছে।
আজ বুধবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়াসহ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে নবজাগরণ স্পোটিং ক্লাব ( জামাল) ফুটবল একাদশকে ০১ শুণ্য গোলে হারিয়েছে ইকড়ছই ফুটবল একাডেমি।
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ নিয়েছে বলে আয়োজকোভিচক জানিয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথপুরের সন্তান জুবায়ের আহমদ হামজা ৮০-৯০ দশকে জগন্নাথপুরতথা সিলেটের বিভাগে একজন তুখোড় গোলকিপার হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। তৎসময়ে ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনীতি, সাংস্কৃতিক অঙ্গণে খুবই পরিচিত মুখ ছিলেন তিনি। এছাড়াও তিনি গণমাধ্যমেও কাজ করেছিলেন। গীতিকবি হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।জগন্নাথপুরের এই প্রিয় মুখ বর্তমানে যুক্তরাজ্য বসবাস করছেন।