স্পোর্টস ডেস্ক::
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এরপর ২ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে দিল্লি। ৭ এপ্রিল লখনউ সুপার জায়েন্টস আর ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে দিল্লি।
এছাড়া ১৬ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ২০ এপ্রিল পাঞ্জাব কিংস, ২২ এপ্রিল রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে মোস্তাফিজরা।
২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স, ১ মে লখনউ সুপার জায়ান্টস, ৫ মে সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে চেন্নাই সুপার কিংস, ১১ মে রাজস্থান রয়েলস, ১৬ মে পাঞ্জাব কিংস আর ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গ্রুবপর্বের শেষ ম্যাচে অংশ নেবে দিল্লি ক্যাপিটালস।