1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাশিয়ার দখলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

রাশিয়ার দখলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইউক্রেনের উত্তরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান সেনারা। রাজধানী কিয়েভ থেকে উত্তর দিকে ১৩০ কিলোমিটার দূরে এই বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত।

বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনেই চেরনোবিলে দুর্ঘটনাকবলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দখল নিলো মস্কো। ইউক্রেন প্রেসিডেন্টের দপ্তরের উপদেষ্টা মিখাইলো পডলইয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মিখাইলো পডলইয়াক বলেন, ‘রাশিয়ানদের সম্পূর্ণ অর্থহীন হামলার পর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে আর নিরাপদ বলা সম্ভব নয়। এটি ইউরোপের জন্য সবচেয়ে গুরুতর হুমকিগুলোর মধ্যে একটি।’

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বেলারুশ সীমান্ত থেকে চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় জড়ো হন রুশ সেনারা। এরপর ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণ প্রতিরোধ করার চেষ্টার মধ্যেই চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের দখল নিয়ে নেয় রুশ সেনারা।

ন্যাটোকে সামরিকভাবে হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিতে মস্কো চেরনোবিল পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণ করতে চায় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা।

এর আগে এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার দখলদার বাহিনী চেরনোবিল দখল নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ১৯৮৬ সালের ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঠেকাতে আমাদের সেনারা তাদের জীবন উৎসর্গ করছেন।

১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল। সেখান থেকে ইউরোপের একটি বড় অঞ্চলে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। এটি চেরনোবিলের বিপর্যয় হিসাবে পরিচিত। চেরনোবিল বর্তমান ইউক্রেনের অন্তর্ভুত।

ওই দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি হলেও পৃথিবীর সবচেয়ে গুরুতর পারমাণবিক দুর্ঘটনা বলা হয়। এর কয়েক দশক পর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে চেরনোবিল। তবে রুশ আগ্রাসনের প্রায় সপ্তাহখানেক আগে সেখানে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয় ইউক্রেন কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com