স্টাফ রিপোর্টার:: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের একাংশের উদ্যোগে আনন্দ র্যালী ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন করে জগন্নাথপুর বাজারে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হারুণ রাশীদের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া ও পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ছালিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সালাহউদ্দিন, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগ নেতা হাজী হারুন মিয়া ভূঁইযা, আব্দুর রাজ্জাক, আব্দুস শহীদ, আব্দুল্লাহ মিয়া, মোঃ আফু মিয়া, ফয়জুল ইসলাম, সাবুল মিয়া, নবনির্বাচিত কাউন্সিলর দীপক গোপ, মোঃ সুহেল আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক কালী কুমার রায়, দিলোয়ার হোসেন ভূঁইয়া, যুবলীগ নেতা জুনেদ মিয়া ভূঁইয়া,জুবাইন আহমদ, আবুল কাসেম, নজির হোসেন, ছাত্রলীগ নেতা সোলেমান মিয়া, ফয়সল মিয়া, মাছুম মিয়া, শিপন মিয়া, সাইকুল ইসলাম প্রমুখ সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ আগামী দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে চায় উল্লেখ করে দ্রুত উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামণা করেন।
Leave a Reply