রাশিদ রিয়াজ : ইবলিশ যখন আদম ও বিবি হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধম ফল খেতে বলেছিল তখন কি বলেছিল জানেন? বলেছিল অবিনশ্বর বেঁচে থাকা আর অসীম ক্ষমতা লাভ প্রাপ্তির কথা। এই দুটি জিনিষের সঙ্গে অর্থপ্রাপ্তির যোগ আর কামনা বাসনা মিলেমিশে আমরা আর মানুষ নই। অমানুষে পরিণত হয়েছি। আমার টাকা আছে ভাবছি সব আছে, মানি ইজ দ্য সেকেন্ড গড, সেই ইবলিশের ধোঁকায় পড়ে যা খুশি তাই ইচ্ছার দাস হয়ে পড়েছি। সম্পদের মালিকানা আল্লাহর, আমার জীবন, জানমাল আল্লাহর এবং তা ব্যবহারের যে সুযোগ পেয়েছি তা কৃতজ্ঞতা সহকারে তার সুষ্ঠু ব্যবহারের জন্যে তার কাছে যে জবাবদিহি করতে হবে আমরা তা বেমালুম ভুলে বসে আছি। এই বসে থাকতে থাকতে একসময় সবকিছু ঝুট মনে হয়, অসহায় লাগে, প্রার্থনায় অবনত হয়ে সিজদায় লুটে পড়ার মধ্যে দিয়ে নিরঙ্কুশ আত্মসমর্পণ করতে ভুলে গেছে মন।
মানুষতো নিজেকেই নিজে বহন করার যোগ্যতা রাখে না। কখনো কখনো দুশ্চিন্তায় নিজেকে নিজের পাহাড়ের মত ভারী মনে হয়। মানুষ পাখির পালকের মত হালকা হয়ে নির্ভার হতে চায়। এজন্যে আত্মসমালোচনা জরুরি। স্রষ্টাকে উপলব্ধি করা জরুরি। বিশ্বাস প্রয়োজন। এটি থাকলে আল্লাহর কাছে সমর্পণের ইচ্ছা জাগে। ছুটে যেতে মন চায় তার কাছে। অপেক্ষায় থাকতে হয় নিরন্তর… কখন যে তার ডাক আসে, সেখানে আত্মহননের কোনো মানে হয় না। চারপাশে সংকট দাগ কাটে কিন্তু সেই দাগ থেকে নিজের জীবন নিজের হাতেই শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। আমাদের সৃষ্টি করেছেন তার অভিপ্রায় জেনে নেওয়া, কখনো সংগোপনে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে। যেভাবে চলে সমাজ গড়ার সংগ্রাম, সেই সংগ্রাম থেকে সরে দাঁড়ালে জীবনের কোনো মানে থাকে না। তুচ্ছাতি তুচ্ছ মনে হয় নিজেকে। একটি পোষা বিড়ালকে আদর করার জন্যে, একটি গোলাপ ফুটিয়ে তোলার জন্যে, একটি চুম্বনের জন্যে, প্রিয়ার চোখে চোখ রেখে অনাদিকাল তাকিয়ে থাকার জন্যে অপেক্ষার চর্চা প্রয়োজন। দড়িতে ঝুলে পড়া বা রিভলবার মাথায় ঠেকিয়ে গুলি করে দেওয়ার নাম জীবন নয়।