স্পোর্টস ডেস্ক::
১২ জুন ২০২১ সাল। কোপেনহেগেনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্ক তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। হৃদরোগে আক্রান্ত হওয়া এরিকসেনকে মাঠে চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হয়। পুরো ফুটবল দুনিয়ার জন্য সেই দিনটি ছিল হৃদয়বিদারক। তবে সময়ের সঙ্গে সঙ্গে এরিকসেন সুস্থ হয়ে উঠলেও তার ফুটবল মাঠে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা।
হৃদরোগে আক্রান্ত হওয়ায় ইতালিয়ান ফুটবলে আর খেলতে পারবেন না বলে গত বছরের ডিসেম্বরে সমঝোতার মাধ্যমে ইন্টার মিলানের সঙ্গে চুক্তি বাতিল করেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। ফলে প্লেয়ার হিসেবে তার ফুটবলে ফেরাটা আরও কঠিন হয়ে যায়। তবে মনোবল হারাননি তিনি।
আত্মবিশ্বাস এবং শক্ত মনোবলের কারণে আবারও ফুটবলে ফিরছেন এ ড্যানিশ তারকা। ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের সঙ্গে চুক্তি করেছেন এরিকসেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে এই ক্লাবের হয়ে খেলবেন তিনি।
সবকিছু ঠিক থাকলে সাত মাস পর আবারও ফুটবল মাঠে দেখা যেতে পারে এরিকসেনকে। এবারই প্রথম ইংল্যান্ডে খেলছেন না তিনি। ইন্টার মিলানে যোগ দেওয়ার আগে ২০১৩-২০২০ মৌসুম পর্যন্ত টটেনহাম হটস্পারে খেলেছিলেন। তার আগে সিনিয়র ক্লাব প্রতিযোগিতায় শুরু করেছিলেন আয়াক্সের হয়ে। আবারও ফুটবলে ফেরার জন্য অনেক দিন ধরে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের হয়ে অনুশীলনও করেন এরিকসেন। নতুন ক্লাবের সঙ্গে চুক্তি হওয়ায় উচ্ছ্বসিত তিনি।
ব্রেন্টফোর্ডের টুইটার পেজে এক ভিডিও বার্তায় ডেনমার্কের এ তারকা বলেন, ‘হ্যালো, সবাই কেমন আছেন। আমি ক্রিশ্চিয়ান এরিকসেন। ব্রেন্টফোর্ড ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। ক্লাবটির হয়ে শুরু করতে আমার তর সইছে না এবং আশা করি, দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হবে।’
Leave a Reply