রাকিল হোসেন নবীগঞ্জ থেকে :নবীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় বই উৎসব উদযাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও বই বিতরন ও জেএসসি পরীক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বই উৎসব উপলক্ষে সকাল ১০টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম। পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাছুম বিল¬াহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংবাদিক রাকিল হোসেন,সহকারী শিক্ষক আব্দুল আহাদ,বিদ্যালয় কমিটির সদস্য ছেরাগ আলী,ইউপি সদস্য সাফু আলম প্রমূখ। এছাড়াও ম্যানেজিং কমিটির সকল সদস্য,শিক্ষক শিক্ষিকা,অভিবাবকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নতুন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরন করেন।
Leave a Reply