স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর আর্টস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রণব কুমার বণিক এর ৫৯তম জন্মদিন পালন করেছে আর্টস্কুলের শিক্ষক,শিক্ষাথীরা। বৃহস্পতিবার বিকেলে জন্মদিনের কেক কেটে আনুষ্ঠানিকভাবে উৎসব পালন করা হয়। জন্মদিন পালন উৎসবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি,সাংবাদিক,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পরিবারের সদস্যরা। জন্মদিনের পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আর্টস্কুলের শিক্ষক জুনায়েদ আহমদ সজল ও শিক্ষক শিপা বেগমসহ আর্টস্কুলের শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন আর্টস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক প্রনব কুমার বণিক।
Leave a Reply