স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ব্যবসায়ী বাবুল আহমেদের ওপর হামলাকারী এখনও ধরা ছোঁয়ার বাহিরে। ২০ দিন অতিবাহিত হলেও হামলাকারী গ্রেপ্তার হয়নি। এঘটনায় বাবুল আহমেদ বাদী হয়ে গত ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণ দিয়ে বাবুল আহমেদ জানান, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের মিনারা মার্কেটে জে,আর এল ইলেকট্রনিক ও মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক বাবুল আহমেদ গত ২৫ নভেম্বর
দোকান থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর সিলেট সড়কের রাস্তার পূর্ব পাশে সোহেল আহমেদের বাড়ির সামনে বৈদুতিক খুটির সাথে এক প্রান্ত রশি বেঁধে রাখে আমি মোটর সাইকেল যোগে ওই স্হানে পৌঁছা মাত্র পশ্চিম দিকে মতিন মিয়ার বাড়ীর গেইটে ওৎ পেতে থাকা ১০/১২ জন লোক রশি দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি মোটর সাইকেল থামালে হবিবপুর আশিঘর গ্রামের মানিক মিয়া, ফুজায়েল,আব্দুর রাকিব,কামরুল ইসলাম, শিপু মিয়া,জিয়াউর রহমান সহ কয়েকজন আমার ওপর হামলা চালিয়ে সমস্ত শরীরে মারাত্মক জখম করে। এতে আমার হাত ও শরীরের বিভিন্ন জায়গা ভেঙে গেছে। এঘটনায় থানায় মামলা দায়ের হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় আমি চিন্তিত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস,আই শহিদুল ইসলাম জানান,আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply