স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ২০২২-২০২৩ সনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌরসভার হল রুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফুটবল এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহির উদ্দিন ও পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রুমানুল হক রুমেন।
এতে সর্বসম্মতিক্রমে হাসান আদিলকে সভাপতি ও সামিনুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। অচিরে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সোলেমান হোসেন ও কয়েছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও রিয়াদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সালমানূর রহমান ও ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ সুমন আহমেদ ভূঁইয়া ও রাহুল মিয়া, প্রচার সম্পাদক শামীম আহমদ ও ফাহিম হুদা।
Leave a Reply