জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক – পোস্টগ্রেজুয়েট অথবা পোস্টডক্টরাল ডিগ্রির জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছেন! মালয়েশিয়া সরকার এবার নিয়ে এল দারুণ এক অফার। আপনাকে স্কলারশিপ তো দিবেই, সেই সাথে থাকা খাওয়ার যাবতীয় খরচও বহন করবে মালয় সরকার। চলুন তাহলে, দেখা যাক বিস্তারিত:
বিষয়সমূহ: Science and Engineering, Agriculture and Fisheries, Economics and Islamic Finance, Information and Communication Technology, Biotechnology, Biosecurity and Food Safety, Infrastructure and Utility, Environmental Studies, Health not including nursing, medicine, clinical pharmacy.
যোগ্যতা:
– আবেদনের সময় আবেদনকারীর বয়স ৪০ এর নিচে হতে হবে (পোস্টগ্রেজুয়েট) অথবা ৪৫ এর নিচে হতে হবে (পোস্টডক্টরাল)
– মাস্টার্সের জন্য অনার্সে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অথবা সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৫ থাকতে হবে। পিএইচডি করার ক্ষেত্রে মাস্টার্সে সিজিপিএ ৪ এর মধ্যে নূন্যতম ৩.৫ থাকতে হবে।
– পিএইচডি করতে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর লিখিত বই/ জার্নাল থাকলে তা প্রাধান্য পাবে। সেই সাথে তার গবেষণায় আগ্রহ এবং দক্ষতাও বিবেচিত হবে।
– আবেদন করার বিগত দুই বছরের মধ্যে ইংরেজি ভাষার উপর দক্ষতামূলক একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
* IELTS স্কোর নূন্যতম ৬.৫ হতে হবে
* TOEFL স্কোর নূন্যতম ৫৮০ (পেপার বেসড), ২৩০ (কম্পিউটার বেসড), ৯২ (ইন্টারনেট বেসড) থাকতে হবে
– স্বাস্থ্যগত দিক দিয়ে ফিট থাকতে হবে
– যে সেক্টরে পড়তে আগ্রহী তার উপর একটি প্রপোজাল লেটার লিখতে হবে
– শুধুমাত্র মালয়শিয়াতেই পোস্টগ্রেজুয়েট অথবা পোস্টডক্টরাল ডিগ্রিতে আবেদন করতে হবে এবং ভর্তি হতে হবে
সুবিধাসমূহ:
– এয়ার টিকেট (মালয়শিয়া এবং নিজ দেশের রাজধানীর মধ্যে)
– টিউশন ফি (যা এপ্রোভ করা হবে)
– মাসিক চলাফেরার জন্য নির্দিষ্ট খরচ
– বইপত্র এবং অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বার্ষিক ভাতা
– স্বাস্থ্য ইনস্যুরেন্স
– ইন্সটলেশন এবং টারমিনেশন ভাতা
– ভিসা আবেদন করবেন যেভাবে:
অনলাইনের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারবেন আবেদন। এখনই আবেদন করতে চান! তাহলে ক্লিক করে ফেলুন: Malaysia International Scholarship (MIS) আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫
Leave a Reply