স্টাফ রিপোর্টার:
আসন্ন জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলের সভাপতি হাজী জমশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলীর পরিচালনায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন প্রত্যাশি ৬ জন তাঁদের নাম প্রস্তাব করেন।
তাঁরা হলেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শাহ আবুল কাহার রাসেল, রিয়াদুল আলম আনসার,আব্দুল হাই, যুবলীগ উপজেলা যুবলীগের সহসভাপতি এম ফজরুল ইসলাম।
পাটলী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply