স্টাফ রিপোর্টার:
আসন্ন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন প্রত্যাশি আট জন তাঁদের নাম প্রস্তাব করেন।
তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন,সুহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান,নুরুল হক,আলতাবুর রহমান।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ৮ জন তাঁদের নাম প্রস্তাব করেন। আমরা তাদের নামের তালিকা উপজেলা কমিটির নিকট হস্তান্তর করেছি।
Leave a Reply