সিলেট সংবাদদাতা- দেশের বাল্য বিবাহ রোধ করতে মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিধি বিধান মেনে নিয়ে জন্ম নিবন্ধন দেখে বিবাহ পড়ালে বাল্য বিবাহ রোধ সম্ভব, অন্যতায় শাস্তি ভোগ করতে হবে। বুধবার ২৩ ডিসেম্বর বেলা ১২টায় দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ ভবনের শহীদ সুলেমান হলে সিলেট জেলা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার সমিতি অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান এ কথা বলেন। সমিতির সভাপতি কাজী মাওলানা মো: রফিক আহমদের সভাপতিত্বে সহ সম্পাদক মো: আব্দুছ ছবুরের পরিচালানায় প্রধান অতিথি বলেন, ব্রিটিশ শাসন আমলের ধারাবাহিকতায় বর্তমান সময়ে ম্যারেজ রেজিষ্ট্রারদের সামাজিক মর্যাদা অনেক উর্ধ্বে তা টিকিয়ে রাখতে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ সম্পাদক মো: আবুল হাসিব ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সামাজিক অবস্থার উন্নয়নে ম্যারেজ রেজিষ্ট্রারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুধু কমিশন ভিত্তিতে নয় সামাজিক দায়বদ্ধতা থেকেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কাজী মাওলানা আব্দুল হাসিব এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় বক্তব্যে রাখেন উপস্থিত ছিলেন, সহ সভাপতি শেখ মো: আব্দুল মজিদ, সহ সভাপতি মো: বদরুল ইসলাম, সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ সভাপতি, আলহাজ্ব মো: নুরুল ইসলাম চৌধুরী, মাওলানা কাজী মো: মঞ্জুর আহমদ, কাজী মাওলানা আব্দুল মন্নান, মানবাধিকার কর্মী মো: শফিকুর রহমান, প্রমুখ। সভায় প্রধান অতিথি জেলা রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ২০১৫-২০২০ সেশনের কার্যকরি কমিটির শপথ বাক্য পাঠ করান, কমিটির কর্মকর্তা হচ্ছেন মাওলানা মো: রফিক আহমদ, সহ সভাপতি শেখ মো: আব্দুল মজিদ, সহ সভাপতি মো: বদরুল ইসলাম ও হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আব্দুল হাসিব ভুঁইয়া, সহ সাধারণ সম্পাদক মো: আব্দুছ ছবুর, সহসাধারণ সম্পাদক মো: আব্দুশ শাকুর, সাংগঠনিক সম্পাদক, সৈয়দ মোজাম্মিল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ফাত্তাহ, অর্থ সম্পাদক মো: শরীফ উদ্দিন, দপ্তর সম্পাদক মো: মারুফ আহমদ, প্রচার সম্পাদক মো: আব্দুল হাছিব, সহ প্রচার সম্পাদক মো: আব্দুল করিম হিরণ, ধর্ম বিষযক সম্পাদক মো: ফখর উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: জাকারিয়া খান, সমাজ সেবা সম্পাদক শাহিদুর রহমান, নিরীক্ষক মো: হিফজুল রহমান, মো: হুসাইন আহমদ, ও মো: আব্দুল রাজ্জাক, সদস্য মো: আব্দুস সালাম রশিদী, মো: জাকির হোসাইন, আবু সাঈদ মো: আব্দুল্লাহ, মো: আমীর উদ্দিন, মো: আসাদুজ্জামান, মওছুফুল করীম ও মো: আলতাফুর রহমান।
Leave a Reply