স্টাফ রিপোর্টার: রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাবেক মেম্বার রৌয়াইল গ্রামের বাসিন্দা সিরাজুল হক(৬৫) আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় রৌয়াইলস্থ নিজ বাড়িতে বাধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…………রাজিউন) মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েস্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন। তিনি প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের প্রিয়পাত্র ছিলেন। আওয়ামীলীগের জন্য ছিলেন একজন নিবেদীতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা,রানীগঞ্জ ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মজলুল হক, রানীগঞ্জ ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ছদরুল হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নাজমুল হক প্রমুখ। শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply