1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিলো প্যারাগুয়ে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিলো প্যারাগুয়ে

  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৪২ Time View

স্পোর্টস ডেস্ক::

চেষ্টার কোনো কমতি ছিল না। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডি-বক্সের আশেপাশে ভীতি ছড়িয়েছে আর্জেন্টিনা। দারুণ খেলেছেন লিওনেল মেসি, সুযোগ তৈরি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, হুয়ান কোরেয়ারাও। তবে অভাব ছিল ফিনিশিংয়ের। প্রথমার্ধেই প্যারাগুয়ের জালে গোলের পাঁচটি সুযোগ নষ্ট হয়। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রতিদ্বন্দ্বিতা করেছে প্যারাগুয়েও। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে গোল না করতে পারলেও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রুখে দিয়েছে দলটি।

শুক্রবার ভোরে এস্তাদিও ডিফেন্সোরেস ডেল চাকো স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ে-আর্জেন্টিনার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
পয়েন্ট হারালেও টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে চতুর্থ ম্যাচে পয়েন্ট হারালো আর্জেন্টিনা।
ম্যাচে দুই তৃতীয়াংশ বল দখলে রেখে প্যারাগুয়ের গোলবারের উদ্দেশ্যে মোট ১৪টি শট নেয় আর্জেন্টিনা। যার লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে ১০টি শটের ৩টি লক্ষ্যে রাখে প্যারাগুয়ে।
ম্যাচের চতুর্থ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অনেক দূর থেকে সান্তিয়াগো আর্সামেন্দিয়ার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
৯ম মিনিটেই এগিয়ে যাওয়া সুযোগ পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির ডিফেন্স চেরা পাস ডি-বক্সে পেয়ে যায় হুয়ান কোরেয়াকে। প্যারাগুয়ে গোলরক্ষক এন্টনি সিলভার নৈপুণ্যে ইন্টার মিলান স্ট্রাইকার লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। গোলমুখে কোরেয়ার কোনাকুনি শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন সিলভা।
১১তম মিনিটে দুর্ভাগ্যজনকভাবে গোল পায়নি আর্জেন্টিনা। এবার ডি-বক্সে কোরেয়াকে খুঁজে নেন মেসি। কোরেয়ার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোলমুখে প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতের পায়ে লেগে ফিরে আসে। পেছনে থাকা ডি-মারিয়ার টোকা পা দিয়ে বাইরে পাঠান শটও পা দিয়ে বাইরে পাঠান ওমর।
২৬তম মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। তবে ফিনিশিংয়ের অভাবে পাচ্ছিল না সাফল্যে দেখা। ৫৪তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্ত দিয়ে আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে পড়েন মিগেল আলমিরোন। তবে প্যারাগুইয়ান স্ট্রাইকারের শট প্রতিহত করে দেন মার্টিনেজ।
৫৮তম মিনিটে এন্টনি সিলভার নৈপুণ্যে রক্ষা পায় প্যারাগুয়ে। ডি মারিয়ার ক্রস ধরে শট নেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের প্রচেষ্টা গোলবার ঘেঁষে জালে যেতে নিচ্ছিল, এমন সময় ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে বল ফেরান প্যারাগুয়ের গোলরক্ষক।
৬৪তম মিনিটে মার্টিনেজের দক্ষতায় বেঁচে যায় আর্জেন্টিনা। অ্যান্তোনি সানাব্রিয়ার কাছ থেকে নেয়া শট শূন্যে ভেসে ফিরিয়ে দেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক।
৮২তম মিনিটে গিদো রদ্রিগেজের হেড ঝাঁপিয়ে ফিরিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক এন্টনি সিলভা। এক মিনিটের ব্যবধানে আরও আর্জেন্টিনার আরও একটি সুযোগ নষ্ট করে জাল অক্ষত রাখেন এই গোলরক্ষক। ৮৩তম মিনিটে আলেসান্দ্রো গোমেজের জোরালো শট ঠেকিয়ে দেন তিনি।
৯ ম্যাচে পাঁচ জয় ও পার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে প্যারাগুয়ে। ৯ ম্যাচের সবক’টিতে জয় নিয়ে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের আরেক ম্যাচে উরুগুয়ে সঙ্গে গোলশূন্য ড্র করেছে কলম্বিয়া। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে উরুগুয়ে। আর পঞ্চম স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৪।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com