স্টার রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের নছির আলী ক্রিকেট ক্লাব ঝিগলীর আয়োজনে বাদে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক নছির আলীর নামে প্রতিষ্ঠিত নছির আলী ক্রিকেট ক্লাব ঝিগলীর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিগলী পয়েন্টস্থ ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রধান উপদেষ্টা কবি ইমামুল ইসলাম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জনতা মহাবিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম।
মুজাহিদ আল ইসলাম শাওনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি পামেল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী লিটন মিয়া, নূর হোসেন, অর্থ-সম্পাদক আছির ফয়সাল, নছির আলী জুনিয়র ক্রিকেট ক্লাবের সভাপতি আহমদ আলী হৃয়াদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের রহমান আলী জিহাদ, রাহাত আলী, আফছার, মিজান, কাওছার, ছায়েম, আমজদ, আল- আমীন, রানু, রুমেল, সুবেল হোসেন নোবেল, সোহাগ, রিমন, আমির উদ্দিন, রিপন ও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নছির আলী ক্রিকেট ক্লাবের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের হোসেন জুবেল।
পরে কেক কেটে নছির আলী মাস্টারের ৬৭ তম জন্মবার্ষিকী ও নছির আলী ক্রিকেট ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।##
Leave a Reply