স্টাফ রিপোর্টার:: দুর্বৃত্তের হামলায় কুশিয়ারা নদীতে নিখোঁজ জগন্নাথপুরের ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিরাই উপজেলার আকিলশাহ বাজারের পাশে কুশিয়ারা নদীতে লাশ ভেসে উঠলে দিরাই ও জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৪ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ধান চাল ব্যবসায়ী আশরাফ মিয়া (৪৮) দিরাই থেকে ১৫০ মন ধান নিয়ে নৌকা বোঝাই করে রানীগঞ্জ বাজারে আসার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় টেংরাখালি সুরিয়ারপাড়া এলাকায় আসলে কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছধরাকারী জেলেদের জালে নৌকা আটকা পড়ে। এসময় জেলেরা নৌকায় এসে আশরাফ মিয়াকে মারধর শুরু করে নদীতে ফেলে দেয়। এসময় দুর্বৃত্তরা নৌকা থেকে ২৬ বস্তা ধান লুট করে নিয়ে যায়। নৌকায় থাকা অপর শ্রমিকরা তখন পালিয়ে জীবনরক্ষা করে লোকজনকে খবর দেন। বৃহস্পতিবার দুপুরে আকিলশাহ বাজারে লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে জগন্নাথপুর ও দিরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান দুর্বৃত্তদের হামলায় কুশিয়ারা নদীথেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা না হলেও এঘটনায় হত্যা মামলা হবে।
Leave a Reply