ছাতক প্রতিনিধি
ছাতকে শালিকাকে ধর্ষণের অভিযোগে বশির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বশির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র। তাকে বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বশির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিননগর গ্রামে সম্প্রতি এক যুবতিকে বিয়ে করে। বিয়ের পর থেকে বশির মিয়া তার শালিকাকে নানা কৌশলে বাড়ীতে নিয়ে বিয়ের প্রলোভনে প্রেম নিবেদনের পর শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে শালিকার অন্তঃসত্বা হয়ে পড়ে। এ ঘটনার পর ধর্ষিতার ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে লম্পট বশির মিয়াকে পুলিশ আটক করে।
থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে বশির মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply