1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিশ্বনাথে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগে গ্রেফতার দুই বেয়াই জেলহাজতে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছের ডালে ঝুলে ছিল যুবকের মরদেহ জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ওয়ালটনের বর্ষসেরা পুরস্কার পেল জগন্নাথপুরের পপুলার ইলেকট্রনিক্স জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় যা আছে কবরের যে বিষয়কে সাহাবিরা বেশি ভয় করতেন জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে: প্রধান উপদেষ্টা ১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজায় যুদ্ধবিরতির উদ্‌যাপনের মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ৩

বিশ্বনাথে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগে গ্রেফতার দুই বেয়াই জেলহাজতে

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৯৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বনাথে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করে হত্যার অভিযোগে আটক ২ বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তারা হচ্ছে লামাকাজী বাজারের নৈশপ্রহরী উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের কমলা মিয়া ও দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের রইছ আলী।

শনিবার দিবাগত রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মখলিছুন বেগম (৩২) নামের ওই নারী। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আবদুস সালামের মেয়ে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩ (তারিখ- ২১.০৮.২২ইং)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মখলিছুন বেগম স্বামী পরিত্যক্তা হয়ে দুই সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। বাবা দরিদ্র হওয়ায় তিনি লামাকাজী বাজারের নৈশপ্রহরী মির্জারগাঁও গ্রামের বাসিন্দা কমলা মিয়ার বাসায় বেশ কিছু দিন ঝি এর কাজ করেন। এ সুবাদে মখলিছুন বেগমকে নানা প্রলোভন দেখিয়ে কমলা মিয়া তার সত্তরোর্ধ্ব বিয়াই উপজেলার সত্তিশ গ্রামের রইছ আলীর সাথে তার (মখলিছুন) বিয়ে দেন। বিয়ের কয়েক দিন পর রইছ আলী জানতে পারেন, তার নব-বিবাহিতা স্ত্রী মখলিছুন বেগম অন্তঃসত্ত¡া। পরে দুই বিয়াই মিলে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গর্ভপাত করান তার। হাসপাতাল থেকে ফেরার পর রইছ আলী মখলিছুন বেগমকে নিজের ঘরে নিতে অস্বীকৃতি জানান। এরপর তাকে (মখলিছুন) তার পিতার বাড়িতে রেখে যান দুই বিয়াই (কমলা-রইছ)। এদিকে, মখলিছুন বেগমের শারীরিক অবস্থা আরও অবনতি হলে পুলিশের সহায়তায় গত ২০ আগস্ট শুক্রবার তাকে (মখলিছুন) ফের হাসপাতালে পাঠান তার বাবা। ওই দিন রাতেই কমলা মিয়া ও তার বিয়াই রইছ আলীকে গ্রেফতার করে থানা পুলিশ। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মখলিছুন বেগম।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মখলিছুনের পিতা আব্দুস সালাম তাদের স্থানীয় মেম্বার আবুল কালামকে সঙ্গে নিয়ে মামলা দায়ের করতে বিশ্বনাথ থানায় অবস্থান করার সুযোগকে কাজে লাগিয়ে একজন অজ্ঞাতনামা নারী নিহতের অভিভাবক পরিচয় দিয়ে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স করে লাশ নিয়ে লামাকাজীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথিমধ্যে মদিনা মার্কেট এলাকায় ওই অজ্ঞাতনামা নারী অ্যাম্বুলেন্স থেকে নেমে যান। এরপর রাত ১২টার দিকে মখলিছুনের বাবা আব্দুস সালাম ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম থানায় অবস্থানকালে হঠাৎ খবর পান লামাকাজীতে একজন নারীর লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। পরে সেটি স্থানীয় জনতা আটক করে রাখেন। খবর পেয়ে মখলিছুনের বাবা আব্দুস সালাম দিলদার মিয়া ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম লামাকাজীতে গিয়ে মখলিছুনের লাশ শনাক্ত করেন। রোববার (২২ আগস্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে থানা পুলিশ।

নিহত মখলিছুন বেগমের পিতা আব্দুস সালাম দিলদার মিয়া জানান, মেয়েকে বাড়িতে রেখে চাকুরি সূত্রে তিনি সিলেট শাহপরাণ এলাকায় থাকেন। আর এই সুযোগে মখলিছুন বেগমকে তার অজান্তেই রইছ আলী সাথে অবৈধভাবে বিয়ে দেন কমলা মিয়া। বাড়ির একজন মহিলা কাছ থেকে গত শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় তিনি (সালাম) খবর পান তার মেয়ে গুরুতর অসুস্থ। খবর পেয়ে তিনি (সালাম) বাড়িতে গিয়ে দেখেন মখলিছুন বেগম বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছেন। আব্দুস সালাম তৎক্ষণাত স্থানীয় ইউপি মেম্বার আবুল কালামকে খবর দিলে রাত ১০টার দিকে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণ করে মেয়ে মখলেছুন বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুস সালাম।

এদিকে নিহত মখলিছুনের চাচা আপ্তাব উদ্দিন বলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক হাসপাতালে ১০/১৫ দিন পূর্বে নিয়ে আমার ভাতিজির গর্ভের সন্তান নষ্ট করেছে গ্রেপ্তারকৃত কমলা মিয়ার স্ত্রী ও কন্যা। আর অবৈধ গর্ভপাতের পর থেকে অতিরিক্ত রক্তকরণের ফলেই মখলিছুনের মৃত্যু হয়েছে। কমলা-রইছ দুজনই মখলিছুন বেগমকে ধর্ষণ করেছে বলে অভিযোগ তার।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় কমলা মিয়া ও রইছ আলীকে গ্রেফতারের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com