শনিবার মৃত্যুর খবর পাওয়ার পর তাদের পরিবারে কান্না আর থামছে না। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ জন বাংলাদেশির বসবাসের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ.হ জুবেদ।
তিনি জানান, নিহতরা সিলেট অঞ্চলের বাসিন্দা। তারা হলেন, সিলেটের কানাইঘাটের ভাটিভারা ফইত গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মোহাম্মদ ইসলাম উদ্দিন (৩২), গোয়াইনঘাটের বাঘবাড়ি গ্রামের মৃত নেছার আলীর ছেলে খুর্শেদ আলী (৪৮) ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাগুরা গ্রামের কামাল উদ্দিন (৫১)। এদের মধ্যে খুর্শেদ ২২ বছর, কামাল ২৪ বছর ও ইসলাম ছয় বছর ধরে কুয়েতে বসবাস করছিলেন।
আহতদের মধ্যে একজন ইসলাম উদ্দিনের বড় ভাই নাজিম উদ্দিন। এছাড়া বাংলাদেশি মোহাম্মদ আলকাছসহ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও ধারণা করা হচ্ছে, আবাসস্থলের গ্যাস বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কানাইঘাটের নিহত ইসলাম উদ্দিনের এক স্বজন জানান, ইসলাম ও নাজিম দুইভাই ছয় বছর ধরে কুয়েতে বসবাস করছিলেন। এক ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের কান্নাকাটি থামছে না। তারা মরদেহের অপেক্ষা করছেন।সমকাল।
Leave a Reply