জগন্নাথপুর২৪ ডেস্ক::
শেষ ওভারে বোলিংয়ে আসেন মেহেদী। প্রথম বলে মেহেদীকে লং অনের উপর দিয়ে সীমানা ছাড়া করেন ক্যারি। পরের বলে সিংগেল দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান মেহেদী। তৃতীয় বলে ডট দিয়ে সিরিজ জয়ের সম্ভবনা উজ্জ্বল করেন মেহেদী। চতুর্থ বলে নো দিলেও ফ্রি হিটের বলে সিংগেল দিয়ে আশা বাঁচিয়ে রাখেন মেহেদী। শেষ দুই বলে ১ রান দিলে ১০ রানে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
Leave a Reply