রাকিল হোসেনঃ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আলোচিত কলেজ ছাত্র ভানুজ দাশ(২০) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল ভোর রাতে সুমন দাশ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুমন দাশকে গ্রেফতার করেন। এসআই নজরুল ইসলাম জানান,আটক সুমনের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বলা যাচ্ছেনা। উলে¬খ্য,গত ১২ নভেম্বর গভীর রাতে কলেজ ছাত্র অনুজ দাশ(২০) কে হত্যা করে একটি ধানের খলায় ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অঞ্জাতনামা কয়েকজনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply