স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দিনদিন করোনার উর্ধ্ব গতি বাড়তে থাকলেও স্বাস্হ্যবিধি মানা নিয়ে চরম অনিহা দেখা দিয়েছে লোকজনের মধ্যে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই থেকে গতকাল শুক্রবার ( ৩০ জুলাই) পর্যন্ত টানা ৮দিনে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিনদিন সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে চরম উদাসিনতা দেখা যাচ্ছে এই উপজেলায়। চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে অযথা বাহিরে ঘোরাঘুরি করছে অনেকে।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর বলেন, সস্প্রতি জগন্নাথপুরে করোনার সংক্রমণ বেড়েছে।
তিনি জানান, জগন্নাথপুরে এখন পর্যন্ত ৪২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৫ জন, মৃত্যুবরণ করেছেন ৬ জন, হোম আইসোলেশনে আছেন ৬৪ জন এবং হাসপাতালে রয়েছেন ৪ জন।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, সংক্রমণ প্রতিরোধে আমরা কাজ করছি।
Leave a Reply