আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে: সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । সর্বক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে ক্রমশ প্রাগোসর হচ্ছে । আমাদের অর্থনীতি , রাজনীতি, শিক্ষা , স্বাস্থ্য , যোগাযোগ , শিল্প-সংস্কৃতির মাধ্যমে টাওয়ার হ্যামলেট তথা ব্রিটেনে বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন আরো সুদৃঢ় হোক , সেই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা রাখি কমিউনিটির নেতৃবৃন্দসহ সকলের কাছে।
মঙ্গলবার ( ৮ ডিসেম্বর ) সকালে লন্ডনে বারা অব টাওয়ার হ্যামলেটের টাউনহলের সভাকক্ষে প্রীতি সংবধর্নায় টাওয়ার হ্যামলেটের স্পিকার , ফাস্টসিটিজেন আব্দুল মুকিত চুন্নু এমবিই সভাপতিত্বে সংবধিত অতিথির বক্তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এম.পি একথা গুলো বলেন ।তিনি আরো বলেন – বাংলাদেশের তৃনমূল উন্নয়নে অতীতে সরকারের বাজেট হয়েছে এবারও হবে । এ অর্থ বছরে ২০১৬-১৭ এর বাজেট হবে বড় আকারের , সম্ভবত প্রায় ৩ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে । বাঙালিরা বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন ।কাউন্সিলর আয়াছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যানে্যর মধে্য বক্তব্য রাখেন – টাওয়ার হামলেটের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম , সাবেক মেয়র দরছ উল্লাহ, কেবিনেন্ট মেম্বার কাউন্সিলর খালেছ উদ্দিন , এটিএন বাংলা সিও হাফিজ আলম বক্স, তাহের কামালী , শফিকুল ইসলাম ও আজমল হোসেন প্রমূখ । অন্যান্যের মধে্য উপস্থিত ছিলেন – কমিউনিটি এক্টিবিস্ট মোসাদ্দেক কামালী , তরুনাবাহার কলি , আনসারুল হক, বিশ্ববাংলানিউজ২৪কম ডটকমের সম্পাদক শাহ রহমান বেলাল , জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার ইউকের সেক্রেটারি নোমান আহমদ , মুহাম্মদ আহবাব হোসেইন , রফিক মিয়া , আতিক রহমান , শফিক আহমদ , মহিদুর রহমান , লুতফুন্নেসা নার্গিস , আরফিক আলী , তসির আলী , মুজিবুর রহমান ও সুমন আহমদ , প্রমূখ ।
অতিথিকে বারা অব টাওয়ার হামলেটের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিসেস আব্দুল মুকিত চুন্নু এমবিই ও উপস্থিত কাউন্সিলর বৃন্দ এবং জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
Leave a Reply