নৈঃশব্দে ফিরে কতো দূরাগত সুর,
দীঘল ছনের বন পেরিয়ে যাবো বহুদূর।
আমতলের,জামতলের ফলের তরের ভোরে,
কত মনোহর,কত হারিয়েছি ঘুঘুর ডাকা সুরে।
বর্ষাক্ষান্ত আকাশ জুড়ে বইতো নীলের কোল,
টানধরত গাঙের জলে,ফুটতো যে কাশফুল।
কালো জলে লাল শাপলা দুলতো বিলের বুকে,
পানকৌড়ি সাঁতার কাটত,ডুবতো মহাসুখে।
নলখাগড়া হোগলার বনে,ঢেউয়ের উদ্দামতা,
ঝাঁক বাঁধা বেলে হাসে,ঝোপে ডাহুকের ব্যথা।
গ্রাম্যবধূ গাঙ্গের ঘাটে কলসি ভাসায় জলে,
মনের সুখে গাত্রমার্জন,উঠতো স্নান খেলে।
ঝাঁপাঝাঁপি,শিশুর সাঁতার,পাল্লা দেওয়ার দিন,
এই সময়ে কেউ যদি ভাই দিত আমায় ঋণ ।
লেখক-এম এ মতিন অধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয় জগন্নাথপুর সুনামগঞ্জ।
Leave a Reply