1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

সিলেটে স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৭৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা নিষেধাজ্ঞা অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় সিলেট নগরের পাঁচভাই রেস্তোরা ও পানসী রেস্টুরেন্টকে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। সিনিয়র এএসপি ওবাইন এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযানে অংশ নেয়।

এসময় সিলেটের জল্লারপারস্থ পাঁচভাই রেস্তোরা ও জিন্দাবাজারস্থ পানসী রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, সর্বশেষ করোনাকালীন বিধিনিষেধ অনুযায়ী রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অনুমতি দিলেও সামাজিক দূরত্ব কঠোরভাবে মানার নির্দেশনা রয়েছে। কিন্তু পানসি-পাঁচভাই রেস্টুরেন্ট গাদাগাদি করে বসিয়ে মানুষকে খাবার পরিবেশন করছিল। এভাবে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে এই দুটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা ও তাদের মালিকের কাছ থেকে তা আদায় করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com